নারী ও শিশু যৌন নির্যাতনের পরিসংখ্যা
নারী ও শিশু যৌন নির্যাতনের পরিসংখ্যানের
------------------------------------------বাংলাদেশে পরিচালিত এক পরিসংখ্যানের তথ্য মতে; বাংলাদের ৫২% মেয়ে শিশু, ৪৮% ছেলে শিশু যৌন নির্যাতনের শিকার। এছাড়াও ৫০% মেয়ে শিশু জীবনে, কোন না কোন সময়ে, যৌন নির্যাতন ও হমলার শিকার হয়। জাতিসঙ্ঘের তথ্য মতে; প্রতি ১০% শিশু ধর্ষণের শিকার হয়। যাদের দ্বারা শিশুরা যৌন নির্যাতনের শিকার হয়ঃ ভয়ঙ্কর তথ্য হল; এদের মধ্যে
• ৬০% পরিবারের পরিচিত ব্যক্তিদের দ্বারা (প্রতি ১০ জন
অপরাধীর মধ্যে ৬ জন পরিবারের পরিচিত ব্যক্তিদের মাধ্যমে সংঘঠিত হয়। যেমনঃ শিক্ষক,
প্রতিবেশি, বন্ধু,),
• ৩০% আত্বীয় ও স্বজনদের মধ্যমে (প্রতি ১০ জনে তিনজন এই
শ্রেণীতে। যেমনঃ ভাই, বাবা, কাকা,
নানা) এবং
• ১০%
বাইরের লোকেদের আক্রমণে শিকার হয় (প্রতি ১০ জনে একজন অপরাধী বাইরের লোক হয়ে থাকে) ।উপরোক্ত পরিসংখ্যান অনুযায়ী শিশুরা প্রধানত পরিবারে আগত ব্যক্তিদের মাধ্যমে, দ্বিতীয়ত নিকট আত্মীয় বা স্বজনদের আক্রমণের শিকার হয়। এই তথ্য প্রমাণ করে, আমাদের শিশুরা পরিবার ও সমাজে কত নিরাপত্তাহীনতার মধ্যে আছে।
FaceBook *** Like Page
FaceBook Groups ****** twitter
0 comments:
Post a Comment